লালমনিরহাট জেলা আদিতমারী থানায় শনিবার (০৯ ডিসেম্বর) অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে এসআই গোকুল চন্দ্র, এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/মতিউর রহমান, এএসআই/ সাইফুল ইসলাম, এএসআই/ মমিনুর রহমান, এএসআই/ রোম্মান, এএসআই/ফারুক হোসেন, সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
জিআর-২২১/২৩ সংক্রান্তে আসামি ১। মোঃ জাকির হোসেন মুচা, পিতা- শাহার আলী, সাং- জামুরটারী, জিআর জিআর ১৭০/২৩ সংক্রান্তে আসামি ২। ছপিয়ার রহমান, পিতা- মৃত শাহাদত আলী, সাং- দক্ষিন বালাপাড়া, জিআর ৮৪/১৮ সংক্রান্তে আসামী ৩। মোঃ মিজানুর রহমান মিজান, পিতা- মোঃ সৈয়দ আলী, সাং- গিলাবাড়ী সাপ্টিবাড়ী, সিআর ১৩৮/১৫ (আদিত) সংক্রান্তে আসামী ৪। শাহানুর, এবং একই গ্রেফতারী পরোয়ানার আসামী ৫। নুর ইসলাম, উভয় পিতা- মৃত আঃ আলী, উভয় সাং- পূর্ব দৈলজোড়, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটগনদেরকে গ্রেফতার পূর্বক অদ্য ১০/১২/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার- এসআই গোকুল চন্দ্র, এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/মতিউর রহমান, এএসআই/ সাইফুল ইসলাম, এএসআই/ মমিনুর রহমান, এএসআই/ রোম্মান, এএসআই/ফারুক হোসেন, সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।