বুধবার(১৭ জানুয়ারী)পুলিশ লাইন ড্রীল শেড্রে জেলা পুলিশ নরসিংদীর আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নরসিংদী,মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম।সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য প্রদান করেন এবং পুলিশ সুপার তাদের কথা মনযোগ দিয়ে শুনেন।তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
শৃঙ্খলাবজায় রেখে দেশ প্রেমিক পুলিশ সদস্যগণ দেশ ও জণগনের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যাক্ত করেন পুলিশ সুপার নরসিংদী।পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যানের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার। সভায় নভেম্বর/ডিসেম্বর-২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ ইন্সপেক্টর(তদন্ত),শ্রেষ্ঠ এসআই,শ্রেষ্ঠ এসআই(ডিবি),শ্রেষ্ঠ এএসআই,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার,শ্রেষ্ঠ মাদক,চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ টিএসআই(ট্রাফিক)ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার নরসিংদী। এছাড়া আর্থিক সহায়তা বাবদ এসআই-০১ জন,এএসআই-০৪ জন,সিভিল স্টাফ-০১ জনসহ মোট-১৬ জনকে আর্থিক পুরস্কার বাবদ মোট ১,৪৭,০০০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা নগদ ও চেকের মাধম্যে প্রদান করা হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এণ্ড অবস্)অনির্বাণ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)শামসুল আরেফীন,অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ,সহকারী পুলিশ সুপার(শিবপুব সার্কেল),মেসবাহ উদ্দীন,সহকারী পুলিশ সুপার(রায়পুরা সার্কেল)আফসান-আল-আলম,সহকারী পুলিশ সুপার(পুলিশ লাইন্স)তোয়াহা ইয়াসীন হোসেন,মেডিকেল অফিসার ডা.আরিফ আফসার সহ সকল থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর(তদন্ত),তদন্