চাঁদপুর জেলার মতলব (উত্তর) ইসলামিয়া মার্কেট নতুন বাজার তরকারি কেনা -বেচার জন্য সবচেয়ে বড় বাজার।বাজার টিতে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হাট বসে।প্রচুর লোক সমাগম হয়।নিজস্ব দোকান পাট ছাড়া ও অনেক ব্যবসায়ি এবং গৃহস্থ দূর -দুরান্ত থেকে মালামাল বিক্রি করার জন্য আসে।মঙ্গলবার বেলা দুই ঘটিকা থেকে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়।বৃষ্টির পানিতে তলিয়ে যায় অনেকের দোকান।লোক সমাগম কমতে শুরু হয়। বৃষ্টিতে ভিজেই অনেকে কেনাকাটা করেন। অনেক ব্যবসায়ি অর্ধেক দামে মালামাল বিক্রি করেছেন। অনেকের মালামাল বিক্রি করার সুযোগ ও হয়নি।