1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

মনিরুজ্জামান মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জাল হোসেন তালুকদারকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোমবারের এ ঘটনায় মোফাজ্জল হোসেন একই ইউনিয়নের বাখরপুর গ্রামের বাপ্পী তালুকদারকে অভিযুক্ত করে ধর্মপাশা খানায় লিখিত অভিযোগ করেছেন। পরে বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীর্ঘদিন ধরে মোফাজ্জলের পরিবারের সঙ্গে বাপ্পীর পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা চলে আসছিল। গত রোববার দুপুরে পাঠদান চলাকালে বায়ী বিদ্যালয়ে প্রবেশ করে মোফাজ্জল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং মারধরের চেষ্টা করেন।  পরে মোফাজ্জল হোসেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে থানায় অভিযোগ করেন। এই দিন এ ঘটনা তিনি ভিডিও কলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদকে জানান। আবু সাঈদ তাঁকে দ্রুত উপজেলা সদরে এসে লিখিত অভিযোগ করার জন্য পরামর্শ দেন। তিনি উপজেলা সদরে পৌঁছে বিষয়টি লিখিতভাবে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। তখন ইউএনও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ জানান, প্রধান শিক্ষক ভিডিও কলে এ ঘটনা তাঁকে দেখিয়েছেন। অভিযুক্ত  বাপ্পী    তালুকদার বলেন, ‘মোফাজ্জলের সঙ্গে আমার পারিবারিক বিরোধ রয়েছে। আমার মেয়ে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে তাঁর স্ত্রী (রিফতা) আমার মেয়ের বই ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে আমি অভিযোগ করব। আমি ওই শিক্ষককে প্রাণনাশের হুমকি দিইনি বা মারধরের চেষ্টা করিনি। পারিবারিক বিরোধের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com