ময়মনসিংহের ত্রিশালের ছেলে জাতীয় পর্যায়ে গৌরবের আরও একটি পালক যুক্ত হলো প্রয়াত বিএনপি নেতা আবুল মনসুর আহম্মেদ এমপির পরিবারের মুকুটে। তারই উত্তরসূরি মোঃ সাইবুর রহমান অর্জন করেছেন জাতীয় যুব পুরস্কার, যা দেশের যুব সমাজে নেতৃত্ব, উদ্যোক্তা ও সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখার জন্য প্রদান করা হয়। মোঃ সাইবুর রহমান দেশের একজন উদীয়মান যুব সংগঠক ও সফল উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। তরুণ সমাজকে স্বনির্ভর করতে ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্তমানে শতাধিক তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তবে সাইবুর রহমানের পরিচয় শুধু একজন উদ্যোক্তা হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। সমাজে শিক্ষার সুযোগ, ন্যায্য অধিকার এবং সমান মর্যাদার প্রশ্নে তিনি বরাবরই সোচ্চার ছিলেন। জাতীয় যুব পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই পুরস্কার শুধু আমার ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি তরুণদের প্রতি রাষ্ট্রের আস্থার প্রতিফলন। আমি চাই, দেশের প্রতিটি যুবক তাদের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাক।” প্রয়াত এ্যাডভোকেট আবুল মনসুর আহম্মেদ এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে জাতীয়ভাবে সুপরিচিত ছিলেন। তার নীতি ও আদর্শকে ধারণ করেই মোঃ সাইবুর রহমান আজ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। জনগণের প্রত্যাশা মোঃ সাইবুর রহমান ভবিষ্যতেও তাঁর কর্ম ও আদর্শ দিয়ে জাতিকে গর্বিত করবেন বলে তিনি জানান।