ফরিদগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কুইজ প্রতিযোগিতা উদ্বোধন
আজকের শিক্ষার্থীদের বিজ্ঞানের ছোঁয়ায় বাস্তবায়ন হবে স্মার্ট বাংলাদেশ —————–উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপর উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মৌলি মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের এই নতুন নতুন উদ্ভাবন তাদের মেধা, মননশীল ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কে বাংলাদেশ স্মার্ট হিসেবে রুপান্তর করতে হবে। আজকের শিক্ষার্থীরা দেশ এগিয়ে যাক বিজ্ঞানের ছোয়ায়। তৈরি হবে আগামীর নতুন স্মার্ট বাংলাদেশ। শিক্ষার্থীদের ভালোবাসা দিয়ে পড়াশোনার বোধ তৈরি করতে হবে। এছাড়াও তিনি ছাত্র ছাত্রীদের বাস্তব জীবনে কিভাবে বিজ্ঞানের আলোকে নিজেকে তৈরি করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ,প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল-মামুন’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ান শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
বার্তা প্রেরক