গত ১৭ মাস যাবৎ চলামান ইজরায়েল ফিলস্থিন যুদ্ধে নির্মমভাবে ফিলস্থিনের গাযা উপত্যকার সাধারণ জনগনকে হত্যা করা হচ্ছে।এ যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের এক ঘৃন্য দৃষ্টান্ত দেখছে পুরো বিশ্ব। এ সময়ে আরব বিশ্ব সম্পূর্ণ চুপ থাকলেও চুপ থাকতে পারেনি বিশ্বের মুসলিম অমুসলিম অনেক দেশ।এ রই যের ধরে গত ৭ ই এপ্রিল ফিলস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল হয় বিশ্বের বিভিন্ন যায়গায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ইয়েমেন,তূর্কি,বাংলাদেশ,আমেরিকা সহ আরও অনেকেই।১২ এপ্রিল আয়োজিত হয় ‘মার্চ ফর ফিলস্তিন’। এরই ধারাবাহিকতায় আজ ১৩ ই এপ্রিল সকাল ৯ ঘটিকায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগ আয়োজিত হয় এ মিছিল। উক্ত মিছিলে বিভিন্ন স্লোগান ব্যাবহার করা হয়।উক্ত মিছিলটি ধামশ্বর ইউনিয়নের গালা বাজার হতে নিড়ালি বাজার হয়ে দেশগ্রাম পর্যন্ত চলে।