ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ভূঁইয়া।
নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাদ্রাসা মিলনায়তনে এক অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জয়নাল আবেদিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাশেম মজুমদার বুলবুল।
নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটি:
সভাপতি: আবুল কাশেম ভূঁইয়া
প্রতিষ্ঠাতা সদস্য: আবুল হাশেম মজুমদার বুলবুল
দাতা সদস্য: তোফায়েল আহমদ ভূঁইয়া (কুঠি)
অভিভাবক সদস্য: মোঃ নূর নবী
অভিভাবক সদস্য: আবু আহমদ (আবু মেম্বার)
অভিভাবক সদস্য: সিরাজুল ইসলাম
অভিভাবক সদস্য: দেলোয়ার হোসেন
শিক্ষক প্রতিনিধি: মাস্টার নুরুল আফসার
মহিলা শিক্ষক প্রতিনিধি: বেবি মরিয়ম
মহিলা শিক্ষক প্রতিনিধি: রাশেদা আক্তার
সদস্য সচিব (সুপারিনটেনডেন্ট): মাওলানা মোঃ জয়নাল আবেদিন
মাস্টার নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য তোফায়েল আহমদ ভূঁইয়া (কুঠি), ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (টিপু), সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. হাসান, সাবেক ইউপি সদস্য মোঃ ইয়াসিন, বিএনপি নেতা সাজেদুল ইসলাম রিয়াজ এবং সাবেক মেম্বার আবু আহমদ (আবু মেম্বার)।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, অভিভাবক সদস্য ডা. নূর নবীসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাষ্টার আবুল খায়ের বক্তব্যে বলেন এই দ্বিনী প্রতিষ্টনের কমিটির সবাইকে জানাই অভিনন্দন– তবে আমার একটা আবেদন থাকবে আপনাদের প্রতি—-আমাদের ফুলগাজীতে শিক্ষার মান একেবারে নিম্নমুখী
তাই কমিটি তে যারা নতুন এসেছেন আপনারা যাতে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার মান বাড়ানো যায় সেই ব্যবস্থা করবেন এমনটাই আমি প্রত্যাশা করছি।
ফুলগাজী আমজাদহাট নোয়াজ ফয়জুন্নেছা মাদরাসার পরিচালনা কমিটি গঠন