কুমিল্লা চৌদ্দগ্রামে ডাকাতি, ফেনীতে চুরি ও মাদক মামলাসহ ১৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদকে চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানা এলাকা হতে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাদ্দাম, প্রকাশ রিয়াদ বয়স ২৬। পিতা নুর মোহাম্মদ, প্রকাশ নুর আহমদ, সাং পশ্চিম চনুয়া, থানা – ফেনী সদর,উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সাইফুল এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর,ডবলমুরিং, ফেনী জেলার ফেনী সদর ও ফুলগাজী এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থনায় ডাকাতি,চুরি ও মাদক সংক্রান্তে ১৬ টি মামলার তথ্য পাওয়া যায়।