ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। খায়রুল বাশার মজুমদার তপন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খায়রুল বাশার তপনের বিরুদ্ধে ফেনী মহিপাল হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।