“জুলাই বিপ্লব” নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে রাকিবুল ইসলাম রবিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর ১০ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার মনিটরিং ইউনিট জানায়, বৃহস্পতিবার রাতেই বিতর্কিত পোস্টটি নজরে আসে এবং সেটি দ্রুত ভাইরাল হয়। জনমনে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ তৎপর হয়। তদন্তে রবিনের পরিচয় শনাক্ত হলে রাতেই অভিযান শুরু করা হয়।
পুলিশ এর কর্মকর্তারা বলেন ঐতিহাসিক ঘটনা বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ছড়ানোর বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলেছেন, “জুলাই বিপ্লব কোনো সাধারণ ঘটনা নয়, এটি আমাদের আত্মত্যাগের ইতিহাস। একে অবমাননা কখনোই মেনে নেওয়া হবে না।”