1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন বর্তমান উপদেষ্টা পরিষদ বিভিন্ন ভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন : মেজর হাফিজ কটিয়াদীতে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে শপথ গ্রহণ লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সংস্কার, গণহত্যার বিচার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে হবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে কসবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন উল্লাপাড়ায় বিএডিসি অফিসের দূর্নীতিবাজ নৈশপ্রহরীকে রক্ষায় যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

বটি দিয়ে স্বামী পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নড়াইলে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির বটি দিয়ে পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন। সরেজমিনে রোববার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই এমনি এমন করেছে। আমি মামলা করবো। তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দৈনিক পাঠক বার্তাকে জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com