1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বার মসজিদে হামলা করে সেক্রেটারি হত্যার ২ আসামি র‍্যাবের হাতে আটক ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কুড়িগ্রামের উলিপুরে পুত্রবধুর আঘাতে আহত শশুর আকতার ক্ষেতলালে বিএনপির দলিয় ব্যানার চুরির অভিযোগে পার্টি অফিসে হামলা গাজায় ফের বিমান হামলা, শিশুসহ নিহত বহু ভোলা চরফ্যাসনে হামলা ও নিহতের ঘটনায় আটক ৯ যশোরে মাসুদ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পুনঃচার্জশিট সাভারের মেয়র প্রার্থী খোরশেদ আলম কে হত্যা চেষ্টার সময় অস্ত্র সহ আটক২দুই শীর্ষ সন্ত্রাসী রামপাল মোংলা বুড়িরডাঙ্গা ইউনিয়ন কাপালির মাঠ মন্দিরে যজ্ঞ ও পূজার আয়োজন ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

বরগুনা বেতাগীতে জমির জাল দলিল দিয়ে ক্রেতাকে হয়রানি

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী উপজেলার কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি( অবঃ) পিতাঃ মৃত্যু আঃ রশিদ খান, গ্রামঃউত্তর ছোপখালি পোষ্টঃছোপখালি,থানাঃ বেতাগী,জেলাঃ বরগুনা এর নিকট একই গ্রামের মোঃ খবির উদ্দিন মুসল্লী (৬৫) পিতা: ওসমান গনি মুসল্লি গ্রামঃ উত্তর ছোপখালি পোষ্টঃছোপখালি, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা হতে কবলাই কৃত ২.৬৯ একর জমি হতে বিগত ২৬/১২/২০১৩ তারিখ ২৪৬৩ নং সাব কবলা দলিল মূলে ৬০ শতাংশ ক্রয় করেন। মামলার অভিযোগকারী কর্নেল হারুন অর রশিদ খানকে জমির জাল দলিল দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অদ্য মামলার অভিযোগকারী কর্নেল হারুনের রশিদ খান বিজ্ঞ কৌশলীর মাধ্যমে আদালতে হাজির হয়ে প্যানেল কোড এর ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় আসামী মোঃ খবির উদ্দিন মুসল্লী এর বিরুদ্ধে একখানা নালিশি দরখাস্ত দায়ের করেন যা বাদীর নালিশে দরখাস্ত খানা বিজ্ঞ আদালতের মাধ্যমে ডাকযোগে বেতাগী থানায় ১৮/০৩/২০২৫ সন্ধ্যা ৮ট ৩৫ মিনিটে থানা প্রাপ্ত হয়ে বেতাগী থানার মামলা নং ০৭, তাং ১৮/০৩/২০২৫ ধারা ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ রজু করা হয়েছে। উক্ত মামলার এক নম্বর আসামি মো: খবির উদ্দিন মুসল্লী (৬৫), পিতা মৃত ওসমান গনি মুসুল্লী, স্বাক্ষী হলেন সিদ্দিকুর রহমান, পিতা মৃত শামসুল হক, মো: হানিফ মুসুল্লী,পিতা মৃত আদম আলী মুসুল্লী,আ: রাজ্জাক মুসুল্লী,পিতা মৃত আদম আলী মুসুল্লী, আ: ছালাম মুসলিম,পিতা মৃত হোসেন আলী মুসুল্লী, মো: ইসমাইল তালুকদার,পিতা আশ্রাফ আলী তালুকদার। উত্তর ছোপখালি গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক বলেন, বিষয়টি আমি জানি। মামলার এক নম্বর আসামি মোঃ খবির উদ্দিন মুসল্লি একজন টাউট বাটপার প্রকৃতির লোক। সে অনেক মানুষের কাছ থেকে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে ভুয়া দলিল দিয়েছে। তার নামে অনেক মামলাও রয়েছে। এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার করার জন্য কার্যক্রম চলমান আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com