বরিশাল সদরে ও উজিরপুর উপজেলায় আলাদা দুই ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ভোলা সদর উপজেলার বেলুমিয়ার চর এলাকার মো. সোহাগ। তিনি বরিশাল নগরীর কেরানি বাড়ির পুল মাদরাসা সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকতেন। অপরজন উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বারই কান্দি এলাকার খলিল হাওলাদার।
মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী হুমায়ন বলেন, ২০০৫ সালের ১ এপ্রিল উজিরপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ করেন খলিল। এ ঘটনায় ওই বছরের ৯ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে খলিলকে আসামি করে থানায় মামলা করেন।
পরে ২০০৫ সালের ২০ জুন তৎকালীন উজিরপুর মডেল থানার এসআই মামুন অর রশিদ খলিলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অপর মামলার বিষয়ে বেঞ্চ সহকারী হুমায়ন বলেন, ২০১৪ সালের ২৪ এপ্রিল বরিশাল নগরীতে ভাড়া বাসায় এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ওই কিশোরীর চাচা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে এ ঘটনায় একই বছরের ১ মে ওই কিশোরীর বাবা সোহাগকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুলাই কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের সোহাগকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
ReplyForward
|