দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে অনতিবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বাসদ নেতাকর্মীরা।
মানববন্ধনে বরিশাল জেলা বাসদের সমন্বয়ক মনিষা চক্রবর্তী বলেন, এই প্রহসনের নির্বাচন বাংলাদেশ গণতান্ত্রিক দল (বাসদ) মেনে নেবে না। যেখানে ১০-১২% ভোট পড়েছে অথচ এই অবৈধ সরকার ৪০-৪১% ভোট পড়েছে বলে দাবি করছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে মনিষা চক্রবর্তী বলেন, আসুন আমরা সকলে এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি।
এ সময় তিনি আরও বলেন, নতুন করে সকলের গ্রহণযোগ্য নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কমিউনিস্ট পার্টির দুলাল মজুমদার বলেন, যেখানে শিশুরাও ভোট দিয়েছে, প্রতিপক্ষের কাছে কোনো জবাবদিহি ছিল না, এমনকি তেমন কোনো ভোটাররা উপস্থিত ছিল না সেই প্রহসনের নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি। বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ইয়ের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।