শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন,বাংলাদেশের নারীরা আজকে অনেক এগিয়েছে। নারীরা প্রশাসন, মেডিক্যাল, ইঞ্জিনিয়ার,পুলিশ ও উদ্যোক্তা হয়ে কর্মমূখী হচ্ছে। শনিবার(২৫ মে) দুপুরে মনোহরদী সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরদার আসমত আলী মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাছিবা খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া পিপিএম প্রমূখ। এ সময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।