বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ হিরা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী নিপন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে সংগঠনের অনুমোদনকৃত সারিয়াকান্দি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, কমিটির আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব লাল মাহমুদ লাল ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সামিউল হক সুমনের হাতে হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান কোমল, যুগ্ম সম্পাদক নিরেশ চন্দ্র ভৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম, সহ সাংগঠনিক আহসান হাবীব -২ মোস্তাকুল মোর্শেদ সদস্য সাজ্জাদুর রহমান, মিঠু মিয়া, টুলু মিয়া, সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম লিটন, নাছিমুল হক টিয়া, বিপ্লব হোসেন, শামীম হক সাগর, বগুড়া শহর শাখার আহবায়ক রফিকুল ইসলাম (রফিক), সদস্য সচিব নাজমুস সাদাত (মামুন), যুগ্ম আহবায়ক রেজাউল সরকার রেজা, যুগ্ন আহবায়ক মোসাদ্দেক হোসেন, দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুল করিম তালুকদার (ফারুক), সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম (সেজু) প্রমুখ।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ হিরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে তৃণমুল পর্যায়ে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।