1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

বাগেরহাটের কচুয়ায় বিএনপি এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তারিকুজ্জামান মোল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপি কর্মসূচি পালিত হয়েছে।এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন।

রবিবার (১ সেপ্টেম্বর) কচুয়া জিরোপয়েন্টে কচুয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন গুলোর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ১৬ বছর পরে কচুয়াতে বিএনপি তাদের দলীয় অনুষ্ঠান সম্পূর্ণ বিনাবাধায় উৎসবমুখর পরিবেশে আয়োজন করে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বন্যাদুর্গতদের কষ্ট লাঘব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করা হয়।এছাড়া বক্তারা দলীয় কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না।অনুষ্ঠানে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শহিদুজ্জামান মিল্টন, যুগ্ম আহ্বায়ক হাজরা জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা বিএনপির সদস্য, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com