বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকাতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে সদর উপজেলা ও বাগেরহাট পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে বাগেরহাটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই (বুধবার) বিকালে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ।উক্ত মিছিলে মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম,মাওলানা শাহিদুল আলম, বাগেরহাট পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসান, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে জাতীয় সমাবেশপ যোগদান করতে হবে।আগামীতে জামায়াত যে কোন মূল্যে ০৭ দফা দাবি বাস্তবায়ন করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।যতক্ষণ পর্যন্ত সাত দফা দাবি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ রাজপথ ছেড়ে দেওয়া যাবে না।ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত এদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।