বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১,৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৪টি মোবাইল পোনের সিম কার্ড ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ বাবুল শেখ (৫২) কে গ্রেপ্তার করা হয়েছে। বাবুল উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ী গ্রামের মৃত: হাকিম শেখের ছেলে। মঙ্গলবার (১৫জুলাই) সকাল ৬টায় অভিযান চলাকালিন সময় মাদককারবারি বাবুল শেখ এর বসতঘর থেকে উক্ত পরিমান ইয়াবা ট্যবলেট, নগদ টাকাও মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
চিতলমারী সেনাক্যাম্প ইনচার্জ লে: মোহাইমিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদককারবারিদের কোন প্রকার ছাড় নেই।ওদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। থানার অফিসার ইনচার্জ এস. ্এম. শাহাদাৎ হোসেন বলেন, চিতলমারীকে মাদকমুক্ত করাই হবে আমার প্রথম কাজ। মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না । আজকের অভিযানে যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ; তার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। এ ব্যপারে চিতরমারী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৭ তারিখ-১৫/০৭/২৫।