শীতের তীব্রতায় জেলা সদর, রুমা, থানছি,রোয়াংছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি, ও আলীকদমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলে অনেক দেরিতে।
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বান্দরবান সদরের সবচেয়ে ব্যস্ততম বাজার এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে এখানকার লোকজন সর্দি কাশি, নিউমোনিয়া,ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তীব্র শীতের কারণে দুস্থ ও শ্রমজীবী মানুষের জব তবু অবস্থা। শীতের সময় টা বেড়ানোর উপযুক্ত সময় হিসেবে বেছে নেই ভ্রমন পিপাসূরা। প্রতিবছরের মত শীতের এই দিনে বান্দরবানে পর্যটকদের বাড়তি চাপ দেখা যায়। শীতের ঘন কুয়াশার পরশে পর্যটকদের সরচ উপস্থিতিতে চাঙ্গা হয়ে উঠেছে বান্দরবানের আবাসিক হোটেল, রিসোট, গেস্ট হাউস, রেস্টুরেন্ট ও পর্যটনের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো।