1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে এস এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন শিক্ষার্থী নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত দুই মৌলভীবাজারে সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবী খুন;গ্রেফতার ৫ মাগুরাতে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত তারাগঞ্জে প্রধান শিক্ষক কে ঘিরে( দুই) গ্রুপের সংঘর্ষ, অহত ৬ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত পাঁচবিবিতে আউশ ধানের বীজ ও সার পেল ২৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ পুলিশ দেখে পালাচ্ছিলেন, পকেটে মিলল ইয়াবা

বান্দরবান সরকারী বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব উদ্বোধনে – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়েছে।
আজ শনিবার ৫ এপ্রিল ২০২৫ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিনব্যাপী নানা কর্মসূচীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এদিনের আনুষ্ঠানিকতা জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত হন। অনেকেই জানান, “বিদ্যালয় ত্যাগের পর অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হয়নি।  আর কিছু বন্ধু না ফেরার দেশে চলে গেছেন। তবে আজকের এই মিলনমেলা আমাদের জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।”
এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরানো বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় ত্যাগের পর থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবদের সঙ্গে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়া অনেক বন্ধু-বান্ধব মারা গেছেন। অনেকে আবার চাকরির সুবাদে দেশের বাইরে রয়েছেন। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আজ আমরা দেশ-বিদেশে থাকা সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পেরে অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে জানান প্রাক্তন শিক্ষার্থীরা।
প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, প্লাটিনাম জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন। এখানে প্রথম ব্যাচ ৭৫ সালের বেশ কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত হয়েছেন। দীর্ঘ দু’মাসের চেষ্টায় আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উৎসবটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করেছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গুণী  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com