মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের এক শিশু কার্বলিক এসিড পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গুচ্ছ গ্রামের কেয়া আক্তার (১৩) নামের এক শিশু কার্বলিক এসিড পানে আত্মহত্যা করে।
সরজমিনে গিয়ে জানা যায় কান্দাপাড়া গুচ্ছ গ্রামের কামাল হোসেনের মেয়ে কেয়া আক্তার। কামাল হোসেন পেশায় একজন ড্রাইভার। সকাল ১১.০০টার সময় কেয়া আক্তার (১৩) তার বাবা কামাল হোসেনের কাছে কিছু টাকা চায়, সে সময়ে কামাল হোসেনের কাছে টাকা না থাকায় মেয়ে কেয়াকে মানা করে দেয়। এতে কেয়া অভিমানে ঘরে রাখা কার্বলিক এসিড পান করে। পরক্ষণেই সবাই বুঝতে পারে কেয়া সাপ তারানোর জন্য ঘরে রাখা বিষাক্ত কার্বলিক এসিড পান করেছে। দ্রুতই তাকে অচেতন অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এলাকাবাসী জানান কেয়া আক্তার লাজুক ও অভিমানী ছিলো এবং শারীরিক সমস্যা ছিলো যেটা খিচুনি।
এ বিষয় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।