বরগুনার বামনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ হাওলাদার, ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ, অ্যাসেড এর পরিচালক ও বামনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।