1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

বামনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বর থেকে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মূর্ছনার মধ্য দিয়ে এই শোভাযাত্রা শুরু হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরা এবং বামনা থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ এর নেতৃত্বে এই আনন্দ শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে শোভাযাত্রাটি এক আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান নাজির ধলু, বাংলাদেশ জামায়াত ইসলামী বামনা উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর। এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি আবু নাছের ছিদ্দিক গোলাম কিবরিয়া, সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ফায়ার ডিফেন্সের সদস্যবৃন্দ, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো হাবিবুর রহমান এবং মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: নাসির উদ্দিন মোল্লা প্রমুখ।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ বার্তা লেখা ছিল। এছাড়াও, লোকনৃত্য ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। ঢাক-ঢোলের বাদ্যি এবং বিভিন্ন লোকসংগীতের সুর শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। এই আনন্দমুখর শোভাযাত্রা বামনায় বাংলা নববর্ষের আগমনকে আরও বেশি উৎসবমুখর এবং আনন্দময় করে তুলেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে শোভাযাত্রাকে স্বাগত জানায়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরা স্থানীয় সাংবাদিকদের জানান, “পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত।”
এদিকে, শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরা তিন দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ধরনের লোকশিল্প, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও গ্রামীণ পণ্যের স্টল স্থাপন করা হয়েছে। এছাড়াও, মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। বৈশাখী মেলা আগামী তিন দিন ধরে চলবে এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com