হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নে টমটম ছিনতাই করতে গিয়ে কাসেম (২৫) নামক এক টমটম চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লামাতাশী গ্রামের কাসেম জীবিকার তাগিদে টমটম চালাতেন। সোমবার রাত থেকে টমটম সহ চালক কাসেমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে বাহুবল উপজেলার ভাতকাটিয়া স্কুলের পাশে কাসেমের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন,পরে পুলিশ ঘটনা স্হলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে নিহত টমটম চালক কাসেম উপজেলার লামাতাশী গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আসামী সনাক্ত ও গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে।