নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা কাউসার আহমেদ প্রধান। গনমাধ্যমকে দেওয়া এক বার্তায় বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি নারায়ণগঞ্জে মাটি ও মানুষেরআস্থার প্রতীক এড. এইচ এম আনোয়ার প্রধানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা প্রকাশ করা হয়। তিনি আরও বলেন ঈদুল ফিতর আত্মশুদ্ধি, সম্প্রীতি ও পারস্পরিক সুখ-সম্ভাগের উৎসব। এটি এমন একটি সময়, যখন মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে অতীতের ভুলত্রুটি ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করে। ইসলাম শান্তি, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে বার্তায় হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানানো হয়। ঈদের এই পবিত্র অভিব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সুখ-শান্তি বয়ে আনুক—এটাই সকলের কামনা। শেষে সকলের জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং আল্লাহর রহমত কামনা করা হয়