এক দল বিদেশী পর্যটক পরিদর্শন করেছেন রাজশাহী গোদাগাড়ীর বাবু ডাইং আলোর পাঠশালা। রবিবার ৬ মার্চ দুপুর ১২টায় বিদ্যালয় পরিদর্শনে আসেন পর্যটন দলটি। বেলজিয়াম নাগরিক অ্যা নাবেল ভারগেলসের নেতৃত্বে দলটিতে ছিল ১২ জন বেলজিয়াম নাগরিক ও১ জন ছিল নেদারল্যান্ডস নাগরিক।এদের মধ্যে ৭ নারী ৬ জন পুরুষ। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার নামে একটি পর্যটন সংস্থা তাদের এ বিদ্যালয়ে নিয়ে আসে।
পর্যটন দলটি বিদ্যালয় পৌঁছলে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে দিয়ে অভ্যর্থনা জানান।এ সময় তাদের সামনে কোলদের ঐতিহ্যবাহী ঝুমুর সহ অন্যান্য নাচগান প্রদর্শন করা হয়।
এসময় পর্যটকরা শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের পারিবারিক খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে কলম বিতরন করেন।
পর্যটক দলের অন্য সদস্যরা হলেন বেলজিয়ামের নাগরিক মার্গারেট ভাস্টিপেন, মারকেল ডি লায়েন্স, কাট ভ্যান ডের কুইনের,রিলে ভ্যান ডেন কিউ বুম,হ্যানস হিলি বুয়েক,আন্নে মিয়েকে মেল ফেইট,লুইগাড ভ্যান ডেন কীড বাস,আন্নে মেয়েনস রিটা ভ্যানলুই,রুডি মাইকেলস,মারিয়া ডি ব্লস্টার ও নেদারল্যান্ডসের নাগরিক জন ক্লোয়েক। এছাড়াও পর্যটন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাদী হাসান, রাজশাহী বিভাগীয় কো-অডিনেটর ও আইনজীবী নাজিব ফেরদৌস এবং বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইস মূরমূ,বিমল হাঁসদাক, নির্মল কোল, খন্ড কালিন শিক্ষক প্রেম হাঁসদা, কম্পিউটার অপারেটর মেহেদী হাসান উপস্থিত ছিলেন।