চট্টগ্রামের পটিয়া উপজেলার লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ০২ ডিসেম্বর,(মঙ্গলবার) পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর মাধ্যমে “” এলডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে দুগ্ধপান”” কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখেরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব জামাল আহমদ, লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে,ইউপি সদস্য আবু জাফর,কালারপোল পুলিশ ফাঁড়ির আই সি আব্দুল বাতেন,পটিয়া উপজেলার কাব স্কাউট ঊড ব্যাজার জনাব সিমকি রক্ষিত প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের পুস্পিত শুভেচ্ছা জানানো হয় ও নিয়মিত উপস্থিতির মাধ্যমে ফিডিং কর্মসূচির শতভাগ বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।