বিরলে টিসিবির পণ্য ডিলার পয়েন্ট হতে অন্যত্র সরানোর সময় পথিমধ্যে আটক করেছে সাধারন জনতা। উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের মৃত খাজিম উদ্দিনের ছেলে সাহিরুল, শুকদেবপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে পারভেজ, দারইল গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোঃ শাহিনুর ইসলাম জানিয়েছেন শনিবার সন্ধ্যার পর ২ টি ভ্যান ও ১ টি অটোরিকশাযোগে টিসিবির পণ্য স্থানীয় ঢেরাপাটিয়া মোড়ে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে চালকরা জানান- ইউনিয়ন পরিষদ হতে ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম উল্লেখিত মালামাল গুলো ইউনিয়ন পরিষদ হতে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য দিয়েছেন। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৩ ব্যাগ (প্রতি ব্যাগ ৩০ কেজি) চাল ও ৬ ব্যাগ (প্রতি ব্যাগ ৫০ কেজি) মসুর ডাল। টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন জানান, গত দুইদিন যাবৎ পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় মেম্বারদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে।