দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ (৩৫)–এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ হাবিবপুর বাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।
বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে পৌর শহরের ব্রিজের পাশে পৌঁছালে আব্দুল্লাহ ওই ছাত্রীর পথরোধ করেন। এরপর তার ব্যাগ ধরে টান মারেন এবং হাত জোরে চেপে ধরেন। একপর্যায়ে জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ছাত্রীটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন, “উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করব, এবং কেন্দ্র তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”