লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম(বার) স্যারের সার্বিক তত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মো: এমদাদুল হক মহোদয়ের নেতৃত্বে ১৬/০৭/২৪ ইং তারিখ চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চন্দ্রগঞ্জ থানার এএসআই / রুপম চন্দ্র কর, এএসআই/ মো: সাইদুর রহমান সংগীয় কং/ ৭১৯ মঞ্জুরুল ইসলাম ও নারী কং/ ৩৯৯ মরিয়ম বেগমসহ লক্ষ্মীপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের বড়বল্লবপুর পাকা রাস্তার মাথা নামক স্থান হইতে ১) বিবি আয়েশা লিপি(২৭),স্বামী- আশিকুর রহমান পিয়াস,সাং- দেবীপুর, থানা- সুধারাম,জেলা-নোয়াখালীকে তাহার দেবর ২) সাজ্জাদুর রহমান পিয়াল(২৮), পিতা- হেলাল উদ্দিন মোল্লা,সাং- চর দরবেশপুর,থানা-সুধারাম,জেলা- নোয়াখালীসহ ১০০০(এক হাজার) পিচ ইয়াবা পাইয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহাদের বিরুদ্ধে :
১) নোয়াখালী সুধারাম মডেল থানার মামলা নং- ৪৮, তারিখ-২৭/০৬/২০২২, ধারা- ৩৬(১) সারণীর ১০(ক)/১৪(ক)/৪১,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং।
২) নোয়াখালী সুধারাম মডেল থানার মামলা নং- ৫৭,তারিখ-২৮/০৫/২০১৯, ধারা- ৩৬(১) সারণীর ১০(ক), মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
৩) নোয়াখালী সুধারাম মডেল থানার মামলা নং- ০৭,তারিখ-০৭,তারিখ- ০৩/১১/২০১৮ ইং,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর ০৯(ক)/২৫।
০৪) নোয়াখালী সুধারাম মডেল থানার মামলা নং- ৪৮,তারিখ-২৫/১১/২০২০,নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৯(১)/৩০ তৎসহ ৩৭৯ দ:বি:।
০৫) নোয়াখালী সুধারাম মডেল থানার মামলা নং- ৪৮,তারিখ-২৭/০৬/২০২২,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/১৪(ক)/৪১।
০৬) নোয়াখালী সুবর্নচর থানার মামলা নং- ০৩,তারিখ-০৭/১১/২০১৯ ইং।
০৭) নোয়াখালী বেগমগঞ্জ থানার মামলা নং-১৪,তারিখ-১০/০৭/২০২০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) সারণীর ১০(ক)সহ আরো একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান।
অন্যদিকে একই তারিখে এএসআই/ রুপম চন্দ্র কর, এএসআই/ মিশকাত উদ্দিন সংগীয় কং/ ৭২৮ সালা উদ্দিনসহ চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং ইউপির ০৪ নং ওয়ার্ডস্থ চাটখিল টু চন্দ্রগঞ্জ সড়কের মোস্তফা দোকান সংলগ্ন সেবা বাজারের দোকানের সামনে একই পরিবারের ৩) নুরুল আমিন প্রকাশ নুর আলম(৬০), পিতা- মৃত রুহুল আমিন এবং তাহার ছেলে ০৪) রহমত উল্লাহ(৩৭) উভয় সাং- সংকরপুর খিল পাড়া,থানা- চাটখিল, জেলা- নোয়াখালীদ্বয়ের নিকট হইতে ০২( দুই) কেজি গাজাসহ গ্রেফতার করা হয় । তাহাদের বিরুদ্ধে :
১) নোয়াখালী চাটখিল থানার মামলা নং-০৫, তারিখ-১৩/০৩/২০২৪ ইং,ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক)।
২) নোয়াখালী চাটখিল থানার মামলা নং-১১,তারিখ-২১/০৬/২০১৭,ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক)।
৩) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১১,তারিখ- ১৭/০৭/২০২৪ ইং,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১৯(ক)সহ বিভিন্ন থানায় আরো একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান।পরবর্তীতে আসামীদেরকে যথা নিয়মে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।