পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের গোলাম সরোয়ারের (৪০) বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে। গত ৫ মে থেকে বিয়ের দাবীতে ভুক্তভোগী তার বাড়িতে অবস’ান করছে। ভুক্তভোগী বলেন, ২ মাস আগে গাড়িতে বসে সরোয়ারের সঙ্গে পরিচয় হলে ফোন নম্বর নেয়। তারপর থেকে আমাকে ফোন দিয়ে কথা বলতো। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় সময়ই সে আমার ঘরে এসে রাত্রি যাপন করতো। তিনি বলেন, সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক করেছে। এখন আমি অন্তঃসত্ত্বা। বিয়ে করবে বলে সে তার বাড়িতে আসতে বলছে। কিন্ত আমি আসার পরে সে পালিয়ে যায়। দু’দিন ধরে তার বাড়িতে আছি। তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। ৯৯৯ এ ফোন করা হলেও আইনগত কোন সহযোগিতা পায়নি। এ বিষয়ে অভিযুক্তর পিতা শাহ আলম মল্লিক বলেন, ছেলে বিয়ে করলে আমার কোন সমস্যা নেই। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।