সবুজে ঘেরা ৭৫ একরের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৫ বছর শেষে ১৬ বছরে পদার্পণ করেছে এই বিশ্ববিদ্যালয়টি। প্রায় ৩০০ প্রজাতির ৩৬ হাজার দুর্লভ প্রজাতির উদ্ভিদে আচ্ছাদিত এই ক্যাম্পাসে বয়তে শুরু করেছে শীতের আমেজ।
গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দ, কুয়াশায় আচ্ছন্ন সকাল, সূর্য কিরণের উঁকি, হাসনাহেনার সৌরভে মুখরিত পরিবেশ, রাতের মাধুর্য ছড়াচ্ছে শিউলি ফুলের সুগন্ধ এইসব আকৃষ্ট করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ দর্শনার্থীদের। ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে ভিড় জমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। কেউবা আসে পরিবার নিয়ে আবার কেউবা আসে তার প্রিয়জন নিয়ে। ঘুরছে তারা দেবদারু সড়ক, বিজয় সড়ক, গ্যারেজ সড়ক, কৃষ্ণচূড়া সড়ক, বকুলতলা সড়ক, ভিসি সড়ক, স্বাধীনতা স্মারক, বঙ্গবন্ধু ম্যুরাল কিংবা শেখ রাসেল চত্বর।
শিক্ষার্থীরাও শীতের আমেজ উপভোগ করতে প্রতিদিন ক্যাম্পাসের আঙ্গিনায় আয়োজন করছে চড়ুইভাতি, বারবিকিউ সহ শীতকালীন নানান উৎসব। এছাড়া সন্ধ্যা নামলে প্রশাসনিক ভবনের সামনে, স্বাধীনতা স্মারক মাঠ, একাডেমিক ভবন গুলোর সামনে রাতভর ব্যাডমিন্টন খেলায় মগ্ন থাকে সাধারণ শিক্ষার্থীরা, দেখে মনে হয় ৭৫ একরের বুকে নেমে এসেছে শীতের আমেজ।