1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
একুশ বছরের রক্তগাথা: ১০ জন নিহত, বিচার নেই ষান্মাসিক সাথী সমাবেশ ২০২৫: নতুন উদ্যমে অগ্রসর হওয়ার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল প্রয়াত সাংবাদিক আব্দূর রহমান পরিবারের উপর বাড়ী-ঘর হামলা সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের জানাজা সম্পন্ন সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গুম,খুন,হত্যাসহ এমন কোন নির্যাতন নাই যা ফ্যাসিস্ট শেখ হাসিনা’র সরকার করে নাই – নাহিদ ইসলাম ময়মনসিংহকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে- ডিসি মুফিদুল আলম বিএনপির গনতন্ত্র অনু্যায়ী কেউ ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হলে বিএনপির প্রাথমিক সদস্য হতে হবে জনগনের প্রতি দ্বায়বদ্ধতা ও উন্নয়ন কর্মকান্ড বিবেচনায় বদলে যাচ্ছে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণ “জনপ্রিয়তার শীর্ষে মাসুদ সাঈদী”

বেতাগী পৌর শহরে স্বর্ণ ব্যসায়ীর স্বর্ণ ছিনতাই

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগীতে এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেতাগী পৌর বাজারের স্বর্ণপট্টি শত বছরে পুরানো ঐতিহ্যের বাজার। এ বাজারের মা গিনি হাউসের স্বত্ত্বাধিকার নিখিল কর্মকারের (৫৩) আড়াই ভরি পরিমানের স্বর্ণ ছিনতাই হয়েছে বলে নিখিল কর্মকার অভিযোগ করেন। যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৮৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৬ মার্চ) বরিশাল থেকে বেতাগীতে আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কে এমন ছিনতাইর ঘটনা ঘটে। ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আজ দুপুরে বরিশাল থেকে বেতাগী আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কের বাঁকা বিল্লাহর রাস্তার মোড়ে মাহিন্দ্রা থেকে ফোনে কথা বলা অবস্থায় নেমেছি, সাথে সাথে বিপরীতগামী একটি মোটরবাইকে দু’জন হেলমেট পরিহিত লোক প্রথমে আমার কথা বলা অবস্থায় ফোন টেনে নিয়ে যায়। পরে আমাকে কিল-ঘুষি দিয়ে আমার পকেটে থাকা আড়াইভরি স্বর্ণ নিয়ে যায়। আমি সাথে সাথে চিৎকারে লোক জড়ো হলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। হেলমেট পরিহিত থাকায় আমি ছিনতাইকারীদের চিনতে পারি নাই। এ ব্যাপারে বেতাগী বাজারের জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন কর্মকার বলেন, আমরা দেশের এমন পরিস্থিতিতে অনিরাপদ মনে করছি। দেশে বিভিন্ন স্থানে ছিনতাই ঘটনা ঘটছে, আসছে ঈদে আমাদের ব্যবসায়ী কাজে ব্যস্ততায় সময় কাটছে এবং বিভিন্ন সময় ঢাকা, বরিশাল থেকে স্বর্ণ আনতে হয়। বর্তমানে ছিনতাইয়ের জন্য আমরা এই ব্যবসাকে ঝুঁকিপূর্ন মনে করি। উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবী, আমাদের সকল ধরনের নিরাপত্তা কামনা করছি। এ সময় থানায় ছিনতাইয়ের ঘটনার সাধারণ ডাইরী করা হয়েছে কিনা জানতে চাওয়ায়, ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আমাদের জুয়েলারী ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদকে ঘটনা অবহিত করছি, তাদের মতামতানুসারে থানায় সাধারণ ডাইরী করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনারুজ্জামান মনির বলেন,’ এই ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com