সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বেলকুচি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে, ঐতিহ্যবাহী মুখোশ পরে ও ঢাকঢোলের তালে তালে বর্ষবরণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রা শেষে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পান্তা ভাত, আলু ভর্তা ও ইলিশ মাছ দিয়ে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক (সিরাজগঞ্জ ৫) আমিরুল ইসলাম খান আলীম। আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা হাজী জামাল উদ্দিন ভূঁইয়া , আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক, বেলকুচি উপজেলা বিএনপি, জনাব নুরুল ইসলাম গোলাম, সাবেক আহবায়ক, বেলকুচি উপজেলা বিএনপি, বনি- আমিন, সাবেক সদস্য সচিব, বেলকুচি জেলা বিএনপি, জনাব অধ্যক্ষ মান্নান হোসেন, আহবায়ক সদস্য, উপজেলা বিএনপি, হাজী আলতাফ হোসেন, আহবায়ক, বেলকুচি পৌর বিএনপি , মোঃ গোলাম আজম, সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি, জনাব, মামুন হোসেন বরাদ, আহ্বায়ক সদস্য, বেলকুচি পৌর বিএনপি, মোঃ আলম কাউন্সিলর, মোঃ মুক্তার হোসেন সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বর্ষবরণ উপলক্ষে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।