ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের এক দিন পর ময়না আক্তার নামে ৯ বছরের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । সোমবার সকালে নিহতের মা লিপা আক্তার বাদী হয়ে সরাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন মামলায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম হামিদুর রহমান ও মোয়াজ্জিন সাইদুল ইসলামকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের সম্পৃক্ততার বিষয়ে উল্লেখযোগ্য কোন তথ্য এখন ও পাওয়া যায়নি। ইতিমধ্যে নিহতের ময়নাতদন্ত শেষ হয়েছে রিপোর্ট পেলে বিস্তারিত বিষয়ে জানা যাবে। এর আগে গত শনিবার বিকেলে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দু মিয়া পাড়ার বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ও লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ময়না আক্তার। এছাড়াও সে স্থানে একটি মাদ্রাসায় নূরানী বিভাগে পড়তো, অনেক খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে হাবলি পাড়া জামে মসজিদের দ্বিতীয় থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে তার ময়দা তদন্ত সম্পন্ন করে লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে