ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক দম্পতির ঘরে গৃহকর্মী রহস্যজনক মৃত্যু। পরিবারের দাবি নির্যাতন করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় তামান্না আক্তারের লাস সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। নিহতের বাবা-মার দাবি তামান্না কে হত্যা করা হয়েছে। নিহত তামান্না কুমিল্লা মুরাদনগর উপজেলার মোঃ সুমন মিয়ার বড় মেয়ে।
সে ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান ও তার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুল হকের মৌলবি পাড়া বাসায় কাজ করতো। নিহতের পরিবারের সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেল ইসরাত জাহানের বাবা বাবুল মিয়া তামান্নার বাবা সুমন মিয়াকে ফোন করে জানাই তামান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তার লাশ হাসপাতালে জরুরী বিভাগে আছে । পরে সুমন ও তার স্ত্রী মুন্নি আক্তার হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে তামান্না লাশ দেখতে পাই। তামান্নার পরিবার থেকে জানা যায় গত কয়েকদিন আগে তামান্না জানিয়েছিল তারা তাকে প্রায়ই মারধর করে। তামান্নার বাবা সুমন মিয়ার দাবি তারা আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।