পুরান ঢাকার মিটফোর্ড হসপিটাল এর সামনে বরগুনার সন্তান যুবদল সদস্য সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক মকবুল খান, পৌর বিএনপি’র সদস্য সচিব জালাল খান, তরিকুল ইসলাম টারজান, শামসুল হক চৌকিদার, বাশার তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে আমতলী উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(১২জুলাই) শনিবার রাত ১০টায় আমতলী পৌর শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশ’ সাধারণ মানুষ অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো দোষীদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের নীরব ভূমিকা ও তদন্তে গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা আরও বলেন, সরকার যদি দ্রুত বিচার না করে, তাহলে বিএনপি রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। উল্লেখ্য, পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ সন্ত্রাসীদের হাতে খুন হন। পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।