1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের শাশুড়ির মৃত্যুতে প্রেসক্লাবের শোক খুলনার কয়রায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী বরগুনায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্ভোধন ডোমারে প্রচন্ড তাপদহে রোপা আমন বপন হুমকির মুখে দুর্নীতির মধ্যে উদ্বোধন হলো চিলাহাটি রেল স্টেশন সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার রোধে অভিযান, ৫টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ

আরিফ রববানী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান  অবস্থা ঘুরে-ঘুরে দেখেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন এবং সেখানকার রোগীদের সাথে কথা বলেছেন। এছাড়াও, তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সেখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন।
সোমবার( ১৪জুলাই) দুপুরে আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে আগত ও  ভর্তি কৃত অসহায় ও দুস্থ রোগীদের খোজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। একই সাথে মাঝে ওষুধ ও পথ্য বিতরণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দিক নির্দেশনা প্রদান করেন। ইউএনও’র মাধ্যমে রোগীগণ তাৎক্ষণিক সেবা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  বিভিন্ন ওয়ার্ড প্যাথলজি ডিপার্টমেন্ট বহির্বিভাগ ঘুরে দেখেন। উপস্থিত ডাক্তার ও স্টাফদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ এর সমস্যা, ল্যাব, দালালদের উৎপাত বন্ধ ও অসহায় দুঃস্থ রোগীদের ওষুধ কেনার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার । এ সময় তিনি সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং একটি পরিত্যক্ত ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়ার্ডসমূহে তদারকি বাড়ানোর নির্দেশনাও প্রদান করেন। সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে ইউএনও  বলেন, “ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন রূপে গড়ে তোলা হবে। এর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”উপজেলার অন্যতম প্রধান এই চিকিৎসা প্রতিষ্ঠানকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা  বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকষ্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্মস্থলে আসতে পারবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে। এতে করে সেবার মান বাড়বে।
গাইনী বিভাগে চিকিৎসা নিতে আসা একজন  বলেন, হাসপাতালে আমি ডাক্তার দেখাতে এসেছি। এ সময় ইউএনও স্যার পরিদর্শন করতে আসেন, এ আকষ্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এমন আকষ্মিক পরিদর্শন অব্যাহত রাখলে,  হাসপাতালের ডাক্তার ও নার্সরা সেবা প্রদানে আরও সজাগ থাকবেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভালুকা;  আরএমও, ভালুকা; পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভালুকা; সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, ভালুকাসহ অন্যান্য চিকিৎসকগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এসময়  হাসপাতালের সামগ্রিক মান উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার একটি খসড়া করবেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। দ্রুতই হাসপাতালের সামগ্রিক চিকিৎসা সেবায় একটি গুণগত পরিবর্তন আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ বিভাগের আরো সংবাদ

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com