কুষ্টিয়া ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে উক্ত কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন।প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির কমিটির সদস্য ও ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও বিএনপি নেতা অধ্যক্ষ আসলাম উদ্দিন-সহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত কর্মী সভায় ভেড়ামারার উপজেলা বিএনপি-সহ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।