ভোলার গুইংগার হাট বাজারে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
প্রেমিকের ঘরে নয়, বরং *তার দোকানেই অনশন শুরু করেছেন এক প্রেমিকা*, বিয়ের দাবিতে!
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল ওই তরুণ-তরুণীর মধ্যে।
তবে নানা টালবাহানায় প্রেমিক বিয়েতে অনীহা দেখাতে শুরু করলে অবশেষে প্রেমিকা বাধ্য হয়ে প্রেমিকের দোকানে অবস্থান নেন।
তিনি বলেন: “আমার জীবনের সময়, বিশ্বাস সব কিছুই দিয়েছি। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি এখানেই থাকব, বিয়ে না হওয়া পর্যন্ত উঠব না।”
এদিকে স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন।
অনেকে মেয়েটির সাহসের প্রশংসা করলেও, কেউ কেউ বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি বলছেন।
এখন পর্যন্ত প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনা আবারো প্রশ্ন তোলে—ভালোবাসা, প্রতিশ্রুতি ও সামাজিক দায়বদ্ধতার মূল্য কোথায়?*