টাঙ্গাইল মধুপুরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৪মে ২০২৫) দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেধাবিদের হাতে বৃত্তির সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দ্র কর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা পাঁচ-পোটল ডিগ্রী কলেজের প্রভাষক ফিরোজ আহমেদ বাবুল ও আব্দুর রাজ্জাক সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবীর জুয়েল, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক প্রমূখ।
শিক্ষা ব্যবস্থাকে অতি গুরুত্ব আরোপ করে,
উক্ত অনুষ্ঠানে ৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।