নরসিংদীর মনোহরদীতে হযরত সৈয়দ দোস্ত মাহমূদ বাগদাদী(রহঃ)এর স্মরণে বাৎসরিক ওরশ ও ৪ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ্ বাজারে হযরত সৈয়দ দোস্ত মাহমূদ বাগদাদী(রহঃ)নামক এক আল্লাহর ওলীর মাজার অবস্থিত।
এ ওলীর মাজারকে কেন্দ্র করে প্রায়-১০০ বছর যাবৎ প্রতি বছর মাঘ মাসের ১ম সোমবার বাৎসরিক উরশ ও ৪ দিন ব্যাপী মেলা অনুুষ্ঠিত হয়ে আসছে।সে মোতাবেক সোমবার(১৫ জানুয়ারী) ১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ বাৎসরিক উরশ ও ১৬,১৭,১৮,১৯ জানুয়ারী রোজঃ মঙ্গল,বুধ,বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত ৪ দিন ব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী ডোমনমারা দরগাহ্ মেলা অনুুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার উরশ হলেও রবিবার থেকেই মেলার কার্যক্রম শুরু হয়ে গেছে,দোকান মালিকরা মেলা কমিটির সমন্বয়ে গতকালই তাদের অধিকাংশ স্টল চালু করেছে। উক্ত মেলায় বিভিন্ন অঞ্চলের দর্শনার্থী,ক্রেতা-বিক্রেতারা এসে ভিড় জমায়।বাৎসরিক মেলাটি এলাকায় অন্য রকম এক আমেজ তৈরী করে।মেলা উপলক্ষ্যে এলাকাবাসী তাদের নিজ নিজ আত্মীয়দের দাওয়াত দেয় এবং মেহমানরা তাদের অতিথিপরায়নতায় মুগ্ধ হয়।মেলায় হরেক রকমের মিষ্টান্ন,শিশুদের খেলনা,নারীদের কসমেটিকসহ বিভিন্ন ধরণের মাছ ও তরী-তরকারী বিক্রি করা হয়।
মেলার সবচেয়ে আকর্ষনীয় জিনিষ হচ্ছে নাগরদোলায় চড়া।মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সাহাদৎ হোসেন বাবুল দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,মেলার সার্বিক নিরাপত্তার স্বার্থে এই প্রথম সমস্ত মেলা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে।যাতে করে স্বার্থান্বেষী মহল কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।এ ছাড়াও মেলার নিরাপত্তার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা,মনোহরদী,ভারপ্রাপ্ত কর্মকর্তা,মনোহরদী থানা এবং অফিসার ইনচার্জ,রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করা হয়েছে।