গত ২৯ এপ্রিল;রোজ: মঙ্গলবার ; বাদ-আসর; পরশুরাম উপজেলা গেইটের সামনে পরশুরাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে গাজীপুরের পুবাইলে মিথ্যা অপবাদের প্রেক্ষিতে মব জাস্টিসের স্বীকার হয়ে পুলিশি হেফাজতে হত্যা ও অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের সহ সভাপতি কে এ টি এম মাঈন উদ্দিন এর সভাপতিত্বে এবং মুহাম্মদ ইসমাইল হোসেন সুমনের সঞ্চালনায় এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ জাহিদুল ইসলাম।উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন যথাক্রমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরশুরাম উপজেলা সহ সভাপতি কে এ টি এম মাঈন উদ্দিন, সিরাজিয়া জাকেরীন সংঘ ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল আলম শাকিল,রাহবার পরশুরাম এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আলা উদ্দিন, বাংলাদেশ ইসলামী যুব সেনা ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম ফারুকী যুব জাকেরীন সংঘ পরশুরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন মাহমুদ,মুফাসসির পরিষদের সদস্য মাওলানা ইউছুপ আশেকী,আইম্মায় পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম আমিন, প্রমুখ। মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে বলেন “জুলাই অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন নতুন বাংলাদেশে মব সৃষ্টি করে এইরকম বিচার বহির্ভূত হত্যাকান্ড রীতিমতো ফ্যাসিজমের অনুরূপ। বিশেষ করে পুবাইল থানার কর্মরত ওসি সহ দায়িত্বরত সকল পুলিশ অফিসার যে কর্মকাণ্ড করেছে তা নব্য ফাসিস্টের পরিচয় বহন করে।তারা আরও বলেন উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তি যেই দল-মতের হোক না কেন অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক।” মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি পরশুরাম উপজেলা গেইট থেকে শুরু করে পরশুরাম উত্তর বাজার বড় ব্রীজ এবং পুনরায় পরশুরাম উত্তর ব্রিজ হয়ে মেইন সড়ক পদক্ষীণ করে পরশুরাম হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।পরবর্তীতে মাওলানা শহিদ রইস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে উক্ত মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের শেষ হয়।