মাগুরা সদরের পাল্লার মাঠ এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে এসে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর এক জন সড়কে ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঐ সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সড়কের যান চলাচল সাভাবিক হয়।
অপরদিকে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের হরিন্দী বটতলা এলাকায় করিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক লিখন(২১) গুরুতর আহত হয়েছেন। তার ২ টি পা ভেঙ্গে গেছে।