মাগুরার শালিখাতে নবজীবন ফাউন্ডেশন সাতক্ষীরা এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে।২১ মে বুধবার ধনেশ্বরগাতী ইউনিয়নের নলকুপ গুলো পরিদর্শন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন।প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে নলকূপগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবজীবন ফাউন্ডেশন এর প্রকল্পের ম্যানেজার অছিউল আলোম,সহকারী ম্যানেজার আনোয়ার হোসেন ,শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সুজায়েত হোসেন সজীব,আল আজাদ,নলকূপ গ্রহীতাগণ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। দুস্থ-অসহায় মানুষের পানেও জলের কষ্ট দূরীকরণের জন্য বিনামূল্যে নলকুপ বিতরণ করা হয়। নবজীবন ফাউন্ডেশন সাতক্ষীরার প্রকল্পের ম্যানেজার অছিউল আলোম,সহকারী ম্যানেজার আনোয়ার হোসেন বলেন কমপ্যাক্ট ডেভলপমেন্ট থ্র ডিজএ্যাডভ্যানটেজমেন্টেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার ফেজ ৫ এর আওতায় নলকূপ বিতরণ কার্যক্রমটি অব্যাহত থাকবে।তিনি আরো বলেন প্রতিষ্ঠানটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং করে যাবে।