আজ বৃহস্পতিবার (৮ই মে,২০২৫) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫। “মানবতার পাশে,একসাথে” প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও রক্তমানব স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের কার্যালয় হতে শতাধিক সেচ্ছাসেবী সদস্যদের পদচারণায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা শহিদ মিনার চত্ত্বরে শেষ হয়।
শহিদ মিনার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনার মনজুর আলম ও মাটিরাঙ্গা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন এর উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে,মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। একই সাথে মানবতার সেবার রক্তমানব সেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক সেবায় এর অবদান এবং যুবসমাজকে মানবতার কাজে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম এবং তিনি বলেন ভবিষ্যতে যুব রেড ক্রিসেন্টর সব ধরনের মানবিক কর্মকান্ডে সবোর্চ্চ সহযোগিতা করবেন।