1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জেলা পুলিশের অভিযানে ইজিবাইক চোর আটক রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন মামলায় অন্যতম আসামী গ্রেফতার কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, কটিয়াদীতে শোকের মাতম সবুজ পৃথিবী গড়তে কটিয়াদীতে ১১০০ শিক্ষার্থীকে গাছের চারা উপহার জুলাইয়ের শহীদ দিবসে বি এম কলেজে স্মরন সভা ও দোয়া মোনাজাত নভেম্বরে হাইল হাওর দখলমুক্ত করার অভিযানে নামবে জনতা: সংবাদ সম্মেলনে হাওর রক্ষা নেতৃবৃন্দের ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক : যশোরে জুলাই শহীদ দিবসের স্মরণসভায় অমিত এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদক ব্যবসায়ী শাহীনের অত্যাচারে অতিষ্ঠ- এলাকাবাসীর মানববন্ধন

SM.Towhidul Islam
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারবাদে মোঃ শাহীন ও তার স্ত্রী নাজমা বেগমের নামে সন্ত্রাস, মাদক ব্যবসা, সংখ্যালগুদের উপর নির্যাতন, চাঁদাবাজি ও হুমকির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শাহীন ৫ ই আগস্টের আগে জাতীয় পার্টি ( মঞ্জু) দলের সাথে জড়িত ছিল। সেই সময় থেকেই আনোয়ার হোসেন মঞ্জুর সাথে ছবি তুলে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক সম্রাজ্য গড়ে তুলেছে বলে জানান এলাকাবাসী।

আজ বুধবার ১৬ জুলাই বেলা ১১:০০ ঘটিকার সময় সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান সড়কে শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এলাকার মানুষ জানান মোঃ শাহীন একজন মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদক কেনাবেচা করে থাকে। অল্পবয়সী ছেলেদের নেশার সাথে জড়িয়ে দিচ্ছে সে। মানুষের জায়গা জমি দখল করে, হুমকি দামকি দিচ্ছে। বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে। মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে এলাকা। তার বাড়ির পাশের রাস্তা দিয়ে মানুষ হাটতে ভয় পায়।

এলাকাবাসী মোঃ আসলাম বলেন, রাত হলে শাহীনের বাড়িতে লোকজনে আনাগোনা বৃদ্ধি পায়। সে ইয়াবা, গাজার ব্যবসা করে।

তাপস সমদ্দার বলেন আমারা হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভূগছি। আমাকে প্রাননাশের হুমকি দিয়েছে। অনেকের কাছে চাঁদা নিয়েছে, এমনকি এটাও বলেছে মাঝিবাড়ি এলাকার হিন্দুদের সবাইকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে।তিনি বলেন আমার জায়গা দখল করে রেখেছে, আরো দখল করে নিতে চায়। আমার নামে পুলিশকে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা বনোয়াট খবর প্রচার করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মাদক ব্যবসায়ি চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ডাঃ গৌরঙ্গ বিশ্বাস বলেন শাহীন চাষ করার জন্য জায়গা নিয়েছে কিন্তু সে সেটা দখল করে নিয়েছে। তার ভয়ে রাস্তা দিয়ে হাটতে পারি না। সে মাদক মামলায় জেলও খেটেছে। তিনি আরো বলেন আমরা হিন্দু সম্প্রদায় ভয়ে দিন কাটাচ্ছি।

মোঃ মান্নান নামের একজন বলেন শাহীন বিভিন্ন সময় চুরি করেছে। গাজা খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। সে মাদক ব্যবসা করে।

মানববন্ধনে উপস্থিত মহিলারা বলেন মাদক ব্যবসায়ী শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com