চাঁদপুরের মতলব উত্তরে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় সোহাগ ৩৫ নামে যুবকের উপর অতর্কিত হামলা করে মাদক সেবি ও বিক্রি কারকরা।৬ জুলাই বিকাল ৫ ঘটিকায় ছেংগারচর পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাদেক নগর গ্রামে এই ঘটনা ঘটে।
অতর্কিত হামলা করে ৯নং ওয়ার্ডের মাদক সেবী ও বিক্রয় কারী আমান শিকদারের ৩৮ (পিতা শহিদুল্লাহ শিকদার) নেতৃত্বে সাইফ২০ (এমালক মিজি),নাহিদ ২১ পিতা( জামাল শিকদার),শান্ত ২০(পিতা-সাগর),জহির ২২(পিতা-হানিফ শিকদার),মিরাজ২২(পিতা-মাহবুব),র
আহতের মা জেসমিন (৪৮) আহতের ছেড়া রক্ত মাখা শার্ট দেখিয়ে বলেন, আমার ছেলে মাদক সেবী ও বিক্রয় কারীদের বাঁধা দেয় আজ বিকেলে পরিকল্পিত ভাবে হামলা করে।এতে আমার ছেলের মাথা থেকে রক্তের স্রোত বয়ে যায়।
আহতের মামা, বলেন আমি আমার ভাইগনাকে হাসপাতালে নেওয়ার সময় আমার উপর হামলা হয়।মাদকের সাথে জরিয়ে যুব সমাজের অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে।তারা চুরি,ছিনতাই ইভটেজিং এর মত অনাকাঙ্ক্ষিত কাজ গুলো করছে।তারই প্রতিবাদ করায় সোহাগের এই অবস্থা। এলাকা বাসী প্রশাসনের কাছে এর বলে বিচার চান।
এ ব্যপারে মতলব উত্তর মডেল থানায় আহতের মা জেসমিন (৪৮) বাদী হয়ে অভিযোগ করেন
মাদক যুব সমাজ ধ্বংস করে,চুরি, চিনতাই,মেয়েদের ইভটিজিং, মারামারি সহ মারাত্মক সব অপরাধ সংগঠিত হয়।তাই পরিবারের উচিত সন্তানদের দিকে খেয়াল রাখা।আর সমাজের উচিত মাদক সেবীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া।